জাবিতে নববর্ষ উদযাপনে ‘প্রতীকী হালখাতা’

ব্যতিক্রমী উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র বটতলা এলাকায় দিনব্যাপী ‘প্রতীকী হালখাতার’ আয়োজন করে সংগঠনটি।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীকে বিভিন্ন প্রয়োজনে বটতলার দোকান, হল ও ক্যান্টিনে বাকি রাখতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো অনেক শিক্ষার্থী রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে এই বকেয়া পরিশোধ করেন না, এমনকি কেউ কেউ একেবারেই পরিশোধ করেন না। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল দোকানিরা চরম আর্থিক সংকটে পড়েন এবং কারও কারও ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতিতে যারা এক বছরের বেশি সময় ধরে বকেয়া পরিশোধ করেননি তাদের পহেলা বৈশাখের এই শুভক্ষণে বটতলা ও হলের দোকানের বাকি পরিশোধের আহ্বান জানাতেই এই প্রতীকী হালখাতার আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ভিন্ন আঙ্গিকে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। বাংলা নববর্ষে হালখাতার মতো বাংলার পুরোনো সংস্কৃতি ও ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেজন্যই আমরা এই প্রতীকী হালখাতার আয়োজন করেছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই প্রতীকী হালখাতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।