চবিতে ১০ কিলোমিটার ম্যারাথন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত। ছবি : এনটিভি
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চবি রানার্সের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথন প্রতিযোগিতায় ছিলেন প্রায় ৭ হাজার অংশগ্রহণকারী।
প্রতিযোগিতাটি আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে নির্ধারিত রুট প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে দৌড় সম্পন্নকারীদের জন্য ছিল মেডেল ও সার্টিফিকেট। সাধারণ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ছিল নগদ অর্থ পুরস্কার। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা।