ইভিএম নিয়ে মন্তব্য : চট্টগ্রামের ইউপিতে স্থগিত ভোট, হবে মামলা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মন্তব্য করায় ইউনিয়নটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা নির্দেশনা আজ রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়।
ওই নির্দেশনায় বলা হয়, ১৫ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন যে, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন। একই সঙ্গে তিনি ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে বিজয় ছিনিয়ে আনার হুমকি দেন। ‘ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন’ বলে বক্তব্য বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায় এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তে প্রমাণিত হয়।
এই কার্যক্রম ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী অপরাধ উল্লেখ করে ইসির নির্দেশনায় বলা হয়, ‘এই প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের (জিআর মামলা) জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।’
নির্দেশনায় মামলার জন্য এজাহার ও প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
অন্য এক নির্দেশনায় বলা হয়, ‘আগামী ১৫ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এদিকে এর আগে নির্বাচনী অপরাধে জড়িত থাকায় সম্প্রতি ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে ইসি। এ ছাড়াও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ ওঠায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী এবং ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাইকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য নির্দেশনা দেয় কমিশন।
মামলার ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শুনেছি চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবং নৌকা প্রতীকের সেই প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। যদিও আমরা এখনও এজাহার পাইনি। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’