কুসিক নির্বাচন : প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিল পদে ৩৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে প্রতীক বরাদ্দ দিচ্ছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
যেসব মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পাচ্ছেন তাঁরা হলেন—আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বিদায়ী মেয়র এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।
এ ছাড়া একই সময়ে ১০৬ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৩৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
এদিকে, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে শুরু হচ্ছে নির্বাচনের প্রচার কার্যক্রম।
আগামী ১৫ জুন কুসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।