গাজীপুরের তিন ইউপিতে ভোটগ্রহণ চলছে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর—তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ভাওয়ালগড় ইউনিয়নে ৫২ হাজার ২০০ জন, পিরুজালী ইউনিয়নে ১৬ হাজার ৪৮৫ জন এবং মির্জাপুর ইউনিয়নে ২৮ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে র্যাব-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৩৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদপ্রার্থী ১০১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।