জয়পুরহাটের পাঁচ ইউপির চারটিতেই স্বতন্ত্রের জয়
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবিতে পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে চারটিতেই জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। অপর একটি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। পঞ্চম ধাপে গতকাল পাঁচবিবিতে নির্বাচন সম্পন্ন হয়। বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আটাপুর ইউনিয়নের আবু সালেহ মোহাম্মদ শামছুল আরেফিন, আয়মা রসুলপুর ইউনিয়নে মামুনুর রশিদ মিল্টন, ধরনজি ইউনিয়নে আনোয়ারুল ইসলাম চৌধুরী ও বাগজানা ইউনিয়নে নাজমুল হক। মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত এসএম রবিউল আলম চৌধুরী বিজয়ী হয়েছেন।