টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। আজ রোববার সকাল আটটা থেকে ইভিএমে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। কেন্দ্রগুলোতে সারি বেঁধে ভোটের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ভোটাররা।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি মোবইল টিম দায়িত্ব পালন করছে। ১২১টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ১৬ নভেম্বর সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৭০ হাজার ৫০১ জন, নারী ভোটার রয়েছেন এক লাখ ৬৯ হাজার ৭৮ জন। এছাড়াও পাঁচ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।