নবম ধাপে টাঙ্গাইলের ৪ ইউপি নির্বাচনে ভোট চলছে
নবম ধাপে টাঙ্গাইলের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইভিএম পদ্ধতিতে আজ বুধবার টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার চার ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার কোনো ধরনের অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চারটি ইউনিয়নে চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, ৫০ জন র্যাব সদস্য ও দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।