নাসিকের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার আহ্বান তৈমূরের

Looks like you've blocked notifications!
শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ছবি : এনটিভি

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার। নগরীর মাসদাইর এলাকার নিজ বাসভবনে গতকাল শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে নিশ্চিত বলেও জানান তৈমূর আলম খন্দকার।

তৈমূর বলেন, যেসব কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা আছে, তা কেন্দ্র থেকে তুলে না নিয়ে চালু রাখতে হবে।’ একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের দিন বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তৈমূর ভোটারদের সাহসের সঙ্গে ভোটকেন্দ্র যেতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে।’

তৈমূর অভিযোগ করে বলেন, ‘পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও হয়রানি করছে। সরকারদলীয় প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনেই নানা ধরনের হয়রানি করছে তারা।’