পিরোজপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

Looks like you've blocked notifications!
ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। ছবি : এনটিভি

উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা তাঁরা হলেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র মো. নোমান মৃধা (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং শিকদারমল্লিক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম।

ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে জাতীয় পার্টির (জেপি) মো. শাহীন হাওলাদার এবং পাড়েরহাট ইউনিয়নে আওয়ামী লীগের মো. কামরুজ্জামান শাওন।

নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন বেপারী (আওয়ামী লীগের বিদ্রোহী), দীর্ঘা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আশুতোষ বেপারী এবং শাখারীকাঠি ইউনিয়নে স্বতন্ত্র মো. খালিদ হোসেন সজল (আওয়ামী লীগের বিদ্রোহী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।