ফরিদপুরে আ.লীগের প্রেসিডিয়াম সদস্যের ইউনিয়নে নৌকার পরাজয়
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের বাড়ি। সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গতকাল বুধবার জিততে পারেননি নৌকার প্রার্থী হাবিবুল বাসার। এমনকি, প্রার্থী তাঁর নিজ বাড়ির পাশের দুটি কেন্দ্রেও হেরেছেন। সব মিলিয়ে এলাকায় বইছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়।
জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের পছন্দে ইউপি নির্বাচনে নৌকায় মনোনীত হন হাবিবুল বাসার। ভোটের বেশ কিছুদিন আগে থেকে আবদুর রহমান নিজে এলাকায় অবস্থান করে বাসারের পক্ষে প্রচার-প্রচারণা চালান। তাঁর জোরেশোরে প্রচার-প্রচারণায় অনেক ব্যবধানে নৌকার জয় হবে বলে ধারণা ছিল হাবিবুল বাসার ও তাঁর সমর্থকদের।
গতকাল নিজের বাড়ির পাশের কেন্দ্রে ভোটও দিয়েছেন রহমান। কিন্তু, বিপুল ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুনের কাছে হেরে যান নৌকার প্রার্থী বাসার। এতে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন অটোরিকশা প্রতীক নিয়ে ভোট পান তিন হাজার ৭১১টি। সেখানে নৌকার প্রতীকে বাসার পান দুই হাজার ৭৯৬ ভোট। সে হিসেবে ৯১৫ ভোটে পরাজিত হয় নৌকা।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর এলাকায় দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নৌকার প্রার্থীর পক্ষে কয়েক ব্যক্তি জোরপূর্বক কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে নৌকার সমর্থক ও চশমার সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তবে, পুলিশের বিশেষ নজরদারিতে বিবাদে জড়াতে পারেনি তাঁরা।