ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আসিফ নিখোঁজ, দাবি স্ত্রীর

Looks like you've blocked notifications!
আবু আসিফ আহমেদের ছবি পরিবারসূত্রে পাওয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত দুদিন ধরে নিখোঁজ বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মেহেরুন্নিছা মেহেরুন। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই দাবি করেন তিনি। মেহেরুন বলেছেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, তাঁকেও দেওয়া হচ্ছে হুমকি-ধামকি।

আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী।

আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিছা মেহেরুন বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও রয়েছে বন্ধ। তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন, তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।’

আসিফের স্ত্রী আরও বলেন, ‘বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও পুলিশ আসা-যাওয়া করছে। নির্বাচনের ভোটকেন্দ্রে যে এজেন্ট দেব, তাও খুঁজে পাচ্ছি না। কারণ, সবাইকে হুমকি দেওয়া হচ্ছে।’

পুলিশকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে মেহেরুন বলেন, ‘ভয়ে আমি নিজেও পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করব।’

এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, ‘আবু আসিফ আহমেদের পরিবার লিখিত অভিযোগ দেয়নি। তাঁর বাড়ির সামনে যে লোকজনের ছবি তোলার কথা বলা হচ্ছে, তা আমদের জানা নেই। অন্য কোনো সংস্থার লোকজন হতে পারে।’