গাজীপুর সিটি নির্বাচন

ভাসুরের জন্য মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

Looks like you've blocked notifications!
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতেিআজ বুধবার মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের পক্ষে তার সঙ্গে এসে মনোনয়ন জমা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের পক্ষে তার সঙ্গে  এসে মনোনয়ন জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ বুধবার (১২ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কামরুল আহসানের ছোট ভাই রাকিব সরকার ও তার স্ত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ বিষয়ে মাহিয়া মাহি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার স্বামীর বড় ভাইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। আশাকরি তিনি আওয়ামী লীগের পক্ষে সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পাবেন।’  

মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন গাজীপুরে। সেখানে এখন পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রয়েছেন রাজশাহীতে, মাত্র তিন জন। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজম উল্লা খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাবেক সহ সভাপতি আসাদুর রহমান কিরন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেজবাহ উদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য আবদুল আলীম মোল্লা, উপকমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল, সাবেক উপ দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এস এম আশরাফুল আলম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল কাদের, প্রাথমিক সদস্য মো. হারুন অর রশিদ এবং যুবলীগের সদস্য মো. রুহুল আমিন মন্ডল।