মঠবাড়িয়ায় নৌকার কর্মীর কবজি কাটার ঘটনায় আটক ১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীকে কুপিয়ে হাতের কবজি কাটার ঘটনায় একজনকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে দুপুরে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল।
গ্রেপ্তারকৃত মো. ফরিদ হাওলাদার (৫০) উপজেলার ধানিসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলায় ধানিসাফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব আকনকে (৪৬) কুপিয়ে হাতের কবজি কাটার ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল রাত পৌনে ১১টায় জানান, হামলার ঘটনায় ফরিদ নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, মঠবাড়িয়ায় সাফা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণাকালে ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গতকাল বুধবার রাতে বিপ্লব আকনের হাতের কবজির কিছু অংশ কেটে গেছে।