ইউপি নির্বাচন

সাতকানিয়ায় আ.লীগের ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Looks like you've blocked notifications!
সাতকানিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত আওয়ামী লীগ মনোনীত চার চেয়ারম্যান প্রার্থী। ছবি : সংগৃহীত

দকিক্ষণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চার চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন—কেঁওচিয়ায় মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার এবং মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।

গতকাল শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় উপর্যুক্ত প্রাথীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চেয়ারম্যান পদে কেঁওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মো. ওচমান আলী, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার এবং মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র  জমা দেন। আবার যাচাই-বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।

এ ছাড়া সাতকানিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিদুয়ানুল কবির নির্বাচনি এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় যাচাই-বাছাইয়ের দিন তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে, সাতকানিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ সেলিম উদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় কেঁওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার এবং মাদার্শায় আবু নঈম মোহাম্মদ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংরক্ষিত নারী সদস্য পদে দুজন এবং সাধারণ সদস্য পদে চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মাস্টার মো. এনামুল হক, ৭ নম্বর ওয়ার্ডে আবু তাহের, মাদার্শা ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে হাছিনা আকতার, সংরক্ষিত আসনে ২ নম্বর ওয়ার্ডে জুলেখা বেগম, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আবুল হোসেন এবং ২ নম্বর ওয়ার্ডে নুর আহমদ।