কুমিল্লা সিটি নির্বাচন

হলফনামা : সবচেয়ে বেশি সম্পদ সাক্কুর, নগদ টাকা নেই আ.লীগের প্রার্থীর

Looks like you've blocked notifications!
মনিরুল হক সাক্কু (বাঁয়ে) ও আরফানুল হক রিফাত। ছবি : সংগৃহীত

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইভিএমে ভোট হবে। এরই মধ্যে কুসিক নির্বাচনে মেয়র প্রার্থী ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের মধ্যে একজন মনিরুল হক সাক্কু। তিনি দুবারের নির্বাচিত মেয়র। এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে। অন্যদিকে, আরফানুল হক রিফাত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

নির্বাচন কমিশনে মনিরুল হক সাক্কুর জমা দেওয়া হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী—সাক্কুর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চলমান রয়েছে। আর, তাঁর বিরুদ্ধে থাকা ১০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। স্থাবর, অস্থাবর, বাণিজ্যিক ও কৃষি জমি মিলিয়ে ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে সাক্কুর।

হলফনামায় সাক্কুর যত সম্পদ

সাক্কুর নগদ টাকার পরিমাণ এক কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮৯২। আর, তাঁর স্ত্রীর নগদ ৯৯ লাখ ১৩ হাজার ৮২১ টাকা রয়েছে।

সাক্কুর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে দুই লাখ ৯৪ হাজার ২৭ টাকা এবং স্ত্রীর নামে ব্যাংকে জমা নয় লাখ ৫৪ হাজার ৭৫৭ টাকা। বন্ড রয়েছে দুই লাখ টাকার। সাক্কুর পোস্টাল ও সেভিংসসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ৫০ লাখ টাকা। তাঁর স্ত্রীর স্থায়ী আমানতে ৩৯ লাখ ৫৯ হাজার ৩৬৪ টাকা বিনিয়োগ রয়েছে বলেও হলফনামা থেকে জানা গেছে।

হলফনামা বলছে—সাক্কুর নিজের নামে একটি ল্যান্ডক্রুজার জিপ এবং স্ত্রীর নামে একটি জিপগাড়ি আছে। সাক্কু ও তাঁর স্ত্রীর স্বর্ণ রয়েছে এক লাখ টাকা সমমূল্যের। সাক্কুর ইলেকট্রনিক সামগ্রী  ও আসবাবপত্র রয়েছে যথাক্রমে ৪৭ হাজার ও এক লাখ টাকার। এ ছাড়া সাক্কুর লালমাইয়ে ২৫০ শতাংশ এবং মনোহরগঞ্জের শরীফপুরে ২০ একর কৃষি জমি রয়েছে। তাঁর স্ত্রীর নামে গাইবান্ধার পলাশবাড়িতে কৃষি জমি রয়েছে ১ দশমিক ২৩ একর। এ ছাড়া সাক্কুর ঢাকা ও কুমিল্লায় নিজের নামে ফ্ল্যাট ও দোকান রয়েছে। আর, স্ত্রীর নামে বসুন্ধরায় তিন কাঠা জমি এবং সাক্কুর নিজের স্বদেশ প্রপার্টিজে পাঁচ কাঠা জমি, বসুন্ধরায় তিন কাঠা, ১৭ শতাংশের নির্মাণাধীন ভবন এবং ফাতেমা জাহানারা টাওয়ারে পাঁচটি দোকান রয়েছে।

আরফানুল হক রিফাতের যত সম্পদ

এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে একটি মামলা থাকলেও, তা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। হলফনামা অনুযায়ী, রিফাতের কৃষিখাত থেকে বাৎসরিক আয় ১০ হাজার, বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া বাবদ আয় পাঁচ লাখ, ব্যবসায় ১৭ লাখ ১১ হাজার ৮০০ এবং সুদ বাবদ আয় তিন লাখ তিন হাজার ৯৫ টাকা।

এ ছাড়া রিফাতের ব্যাংকে জমা রয়েছে ছয় লাখ ১২ হাজার ৪৯৫ এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ৩৩ হাজার ২০০ টাকা।

হলফনামায় আরও উল্লেখ রয়েছে—রিফাতের কোটি টাকা মূল্যের একটি এবং ২০ লাখ টাকা মূল্যের একটি জিপগাড়ি আছে। তাঁর নিজের ও স্ত্রীর স্বর্ণালঙ্কার রয়েছে ৫০ ভরি।

এ ছাড়া রিফাতের ৩৬ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের অকৃষি জমি, এবং তাঁর স্ত্রীর ১৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি আছে। যৌথ মালিকানায় ৩০ লাখ টাকার সম্পত্তি রয়েছে ফেনী গ্রান্ড টাওয়ারে। ঢাকা ও কুমিল্লায় ৭০ লাখ টাকা মূল্যের দুটি অ্যাপার্টমেন্ট আছে তাঁর।

তবে, আরফানুল হক রিফাত তাঁর হলফনামায় নিজের কোনো নগদ টাকা নেই বলে উল্লেখ করেছেন।

১৫ জুন নির্বাচন

কুসিক নির্বাচনে মেয়র পদে যে ছয় জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুবারের টানা মেয়র মো. মনিরুল হক (সাক্কু), কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুল।

আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে প্রতীক বরাদ্দ, এরপর শুরু হবে প্রচারণা।