সিলেট সিটিতে ৫ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Looks like you've blocked notifications!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বাতিলের ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।

ফয়সল কাদির জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।

মনোনয়ন বাতিল হওয়া মেয়র পদপ্রার্থীরা হলেন—সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ থেকে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি থেকে নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন থেকে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টি থেকে মো. জহিরুল আলম, স্বতন্ত্র থেকে মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন।

গত ২৩ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাউন্সিলর পদে ৩৭৬ জন ও মেয়র পদে ১১জন মনোনয়ন

দাখিল করেন।

আগামী ২১ জুন সিসিক নির্বাচনের ভোট ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হবে। সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন চার লাখ ৮৬ হাজার ৬০৫ জন।