ভোটের আগেই পাস দুই কাউন্সিলর প্রার্থী

Looks like you've blocked notifications!
খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডন (বামে) ও এস এম খুরশিদ আহম্মেদ টোনা। ছবি : এনটিভি

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন আওয়ামী লীগ নেতাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন। গতকাল বৃহিস্পতিবার (২৬ মে) এক গণবিজ্ঞপ্তি দিয়ে ১৩নং ও ২৪ নং ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়।

নির্বাচিতরা হলেন—নগরীর ১৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা এবং ২৪ নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন।

গত ১৬ মে ১৩নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর ২৪নং ওয়ার্ডের দুজন মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু ঋণখেলাপী হওয়ার কারণে প্রার্থী মো. শমসের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়। আপিলেও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। ফলে ওয়ার্ডগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

১৩নং ওয়ার্ডের কাউন্সিলর নবনির্বাচিত এস এম খুরশিদ আহম্মেদ টোনা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। আর ২৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।