রাসিক নির্বাচন

সরে গেলেন ৯ কাউন্সিলর পদপ্রার্থী

Looks like you've blocked notifications!
রাজশাহী সিটি করপোরেশন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ৯ কাউন্সিলর পদপ্রার্থী। আজ বৃহস্পতিবার (১ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে গত ২৫ মে যাচাই-বাছাই শেষে তাঁরা বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় টেকেন। আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শেষ সময় পর্যন্ত ৯ কাউন্সিলর পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকাল শুক্রবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যহারকারীদের মধ্যে রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের মো. লালমন হোসেন, ১১ নম্বর ওয়ার্ডের মো. হান্নান আলী ও মো. মোয়াজ্জেম হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের মো. ওমর ফারুক, ১৭ নম্বর ওয়ার্ডের মো. মনিরুজ্জামান, ১৯ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের মো. রায়হানুর রহমান, ২৪ নম্বর ওয়ার্ডের মো. আতিকুর রহমান ও ২৬ নম্বর ওয়ার্ডের মো. সারোয়ার জাহান।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চার প্রার্থী হলেন আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী ও জাকের পার্টির লতিফ আনোয়ার। তাঁরা আগামীকাল প্রতীক বরাদ্দ পাবেন এবং নির্বাচনি প্রচার শুরু করবেন।

এ ছাড়া যাচাই-বাছাই শেষে মেয়র ছাড়াও ভোটের মাঠে নগরীর ৩০টি ওয়ার্ডে ১১২ জন সাধারণ কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী থাকলেন। এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন রবিউল ইসলাম। আগামীকাল প্রতীক বরাদ্দের দিন তাঁকে নির্বাচিত ঘোষণার কথা রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী এক লাখ ৮০ হাজার ৯৭২। আর এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন ৩০ হাজার ১৫৭ ভোটার।

ক্যাপশন