রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার

বিদেশি তৎপরতায় চাপ অনুভব করছেন না সিইসি

Looks like you've blocked notifications!
রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : এনটিভি

জাতীয় নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতায় কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (৭ জুন) দুপুরে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘বিদেশিদের তৎপরতায় আমরা কোনো চাপ অনুভব করছি না, সেই বিষয়গুলো গায়েও মাখছি না। সেগুলো বিষয় হয়ে থাকলে তা সরকারের জন্য বিষয় হতে পারে, আমাদের জন্য না।’

সিইসি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায়, প্রশাসনের দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় মেনে নেওয়া হবে না।’

এর আগে আজ সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান ও সচিব মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে নির্বাচন কাজে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার মেয়র পদপ্রার্থীসহ ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল পদপ্রার্থীরা অংশ নেন।

সভায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ সম্পর্কে উত্তর দেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন।

আগামী ২১ মার্চ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চারজন, ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৪৬ জন এবং ২৯টি ওয়ার্ডে ১১১ জন কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।