রাসিকে জাপা প্রার্থীর ইশতিহার ঘোষণার সময় নেতাকর্মীদের হট্টগোল

Looks like you've blocked notifications!
রাসিক নির্বাচনে জাপা মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হট্টগোল ও বাগবিতণ্ডা। ছবি : এনটিভি

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন (রাসিক) আগামী ২১ জুন। ইতোমধ্যে মনোনয়ন যাচাই থেকে শুরু করে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। নির্বাচনি প্রচারণাও চালাচ্ছেন প্রার্থীরা। রাসিক নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) এবার মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম স্বপন। ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা চালালেও আজ শনিবার (১০ জুন) তিনি বলেছেন, ‘আমার কোনো দল নেই।’ নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা শেষে নেতাদের মধ্যে হট্টগোল ও বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি একথা বলেন।

আজ দুপুরে নগরীর গণকপাড়ায় মহানগর ও জেলা জাতীয় পার্টি অফিসে সংবাদ সম্মেলনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেন স্বপন। ইশতেহার ঘোষণা শেষে সেখানে থাকা উপস্থিতিদের পরিচয় বলতে গিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা পদ বলা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও হট্টগোল হয়।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাপার রাজশাহী জেলার সভাপতি আবুল হোসেনের পরিচয়ে চেয়ারম্যানের উপদেষ্টা বলা হয়নি, এ নিয়ে উপস্থাপক মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর চড়াও হন তিনি। তখন দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা চলে। ২০ মিনিট ধরে চলা এই হট্টগোলের ঘটনায় মেয়র পদপ্রার্থী স্বপন সাংবাদিকদের কাছে ক্ষমা চান। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে বলে ওঠেন, ‘আমার দল নেই।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু  এনটিভি অনলাইনকে বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আছেন রাহাদ হোসেন। তার চিঠিও আছে। তবে, জেলার সভাপতি আবুল হোসেন নিজেকে চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। তার কোনো কাগজ নেই। তাহলে, তাকে কেন আমরা উপদেষ্টা বলব? আমি উপস্থাপনা করছিলাম। তিনি চেয়ারম্যানের উপদেষ্টা পদবির পরিচয় দাবি করছিলেন। অন্য কিছু না। এখন চিঠি ছাড়া আমরা তো কাউকে উপদেষ্টা বলতে পারি না। এ নিয়েই হৈচৈ হয়।’

আবুল হোসেন বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। আমার পরিচয় শুধু সঠিকভাবে বলতে বলেছি।’

মেয়র পদপ্রার্থী স্বপন বলেন, ‘ইশতেহার ঘোষণার পর আমাদের জেলার সভাপতির সঙ্গে পদবি নিয়ে আমাদের এক কর্মীর তর্কাতর্কি হয়। তবে, বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়ে গেছে।’