সিসিক নির্বাচন : ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা

Looks like you've blocked notifications!
সিলেটের শিবগঞ্জ এলাকায় রোববার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী জনসংযোগ করেন। ছবি : ফোকাস বাংলা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষের দিকে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। ভোটারদের কাছে ছুটছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

আজ সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে জনসংযোগ, মাইকিংসহ সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। বাকি ৫৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবগুলো কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। ঢাকা থেকে সবগুলো কেন্দ্র সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া আজ সোমবার দিনগত রাত ১২টার পর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৫২টি টিম মাঠে থাকবে। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি থাকবেন বিজিবি সদস্যরাও।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। ৪২ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী রয়েছেন।

সিলেট সিটি নির্বাচনে এবার ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে এক লাখ ৬৪ হাজার ৮৭৩ জন।

আগামী বুধবার (২১ জুন) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।