তাড়াশে প্রথম পৌর মেয়র হলেন আ.লীগের আব্দুর রাজ্জাক

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রাজ্জাক। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক। আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা  থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। পরে রাত ৯টায় ফলাফল ঘোষণ করা হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক নয় হাজার আট ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাড়াশ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির পদত্যাগী সদস্য (বিদ্রোহী প্রার্থী) বাবুল শেখ পেয়েছেন চার হাজার ২৫৮ ভোট।

তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহুল করীম বলেন, তাড়াশ পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্য শতকরা ৮১ দশমিক ৫৬ ভাগ ভোট পড়েছে। নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।