২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের চাপটা আমাদের ওপর পড়েছে : সিইসি

Looks like you've blocked notifications!
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এনটিভির ফাইল ছবি

নির্বাচন নিয়ে মানুষের মাঝে আস্থার সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পাশাপাশি ২০১৪ ও ২০১৮ সালে হওয়া জাতীয় নির্বাচনের চাপ বর্তমান নির্বাচন কমিশনের ওপর এসে পড়েছে বলে জানিয়েছেন তিনি। আজ রোববার (১ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ মন্তব্য করেন।  

দুদিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন ৫০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৫০ নির্বাচন কর্মকর্তা।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বর্তমানে যে নির্বাচনটা করতে চাচ্ছি সেটার একটা বিশেষ দিক হচ্ছে, অভিযোগ বা বিতর্কের মাত্রাটা অতিরিক্ত। ২০১৪ ও ২০১৮ সালের চাপটা এসে আমাদের ওপর পড়েছে। নির্বাচনের জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। বিতর্কগুলো সত্য হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। আমি সেদিকে যাচ্ছি না।’

সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে যে সংকট রয়েছে সেটা আস্থার সংকট। আমরা অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই। যারা নির্বাচন পরিচালনা করবেন তারা দায়িত্বটা ভালোভাবে নেবেন। যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই বক্তব্যগুলো মনোনিবেশ সহকারে শ্রবণ ও বোঝার চেষ্টা করবেন। জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। এর অর্থ প্রজারা তাদের প্রতিনিধির মাধ্যমে শাসন করেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নির্বাচন নিয়ে বিভিন্ন তর্ক ও বিতর্ক হতে পারে। অতীতেও যে হয়নি তা নয়। অতীতেও হয়েছে।’