আমরা কী এমন করেছি, আস্থায় নেওয়া যাচ্ছে না : ইসি রাশেদা

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমরা কী এমন করেছি যে, আস্থায় আমরা যেতেই পারছি না, নেওয়াই যাচ্ছে না।

আজ বুধবার (৪ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত ‘অবাধ ভোটাধিকার : প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, শুদ্ধ ভোটার তালিকা, অবাধ নির্বাচন, এটিই মূলত ইসির কাজ। জনগণ যাদের চাইবে, তারা নির্বাচিত হবেন। এ নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কোনো সমস্যাও নেই।  আমাদের রাজনৈতিক বলয় অন্যরকম হয়ে গেছে।

রাশেদা সুলতানা আরও বলেন, এরই ডালপালা হিসেবে সবাই বলছে, ইসি কেন সবাইকে নির্বাচনে আনার দায়িত্ব নিচ্ছে না! আমি বলতে চাই দায়িত্বটা আসলে আমাদের না। আমরা দলগুলোকে নিয়ে বসেছিলাম।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এজন্য আমরা সংলাপ করেছি। যারা আসছে না, তাদেরও আমরা একাধিকবার ডেকেছি। সিইসি ব্যক্তিগতভাবেও চিঠি দিয়েছিলেন। তারা কিন্তু আসেনি। এখন আস্থা নেই। আস্থায় আনারও একটা বিষয় আছে। যারা এ রকম বলছেন ইসির মোটেই সদিচ্ছা নেই যে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই ধারণা অমূলক।

রাশেদা সুলতানা আরও বলেন, আমরা যেটাই করছি, সেটাই নাকি লোক দেখানো। আমরা যেটাই করছি, সেটাই নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে করছি। আমরা এ পর্যন্ত এই দেড় বছরে এমন কী কাজ করেছি, সবার কাছে সবিনয়ে প্রশ্ন রাখতে চাই, যে কাজের জন্য আস্থায় আমরা যেতেই পারছি না, নেওয়াই যাচ্ছে না। কী এমন করেছি, এটা আমরা জানার একটা আকুলতা।

কর্মশালায় সিইসি, অন্য নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।