নির্বাচন পর্যবেক্ষণে টেকনিক্যাল টিম পাঠাবে ইইউ : ইসি

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবনের ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চার সদস্যের টেকনিক্যাল টিম পাঠাবে। আনুষ্ঠানিক এক চিঠিতে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে সংস্থাটি। 

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আশোক কুমার দেবনাথ বলেন, ইইউ চার সদস্যের টেকনিক্যাল টিম পাঠাবে। এ বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার কমিশনে পাঠানো হয়। 

টেকনিক্যাল টিম বাংলাদেশে কতদিন থাকবে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে।

এর আগে নির্বাচন কমিশন জানায়, প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের পর ১৯ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে একটি চিঠিতে ইইউ জানিয়েছে, বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না তারা। চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার নয় যে নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হবে কি-না।  এরপর সিইসি ২৩ সেপ্টেম্বর ওই চিঠির জবাবে সরকারের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।