ঠিক মতো না হলে পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে : সিইসি

Looks like you've blocked notifications!
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

ঠিক মতো না হলে পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় সিইসি এ কথা বলেন।

অনুষ্ঠানের শেষের দিকে দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী সিইসির বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানতে চান- আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যে, যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে লিভ ইট। সারা দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয়, তাহলে আপনি কী করবেন? এমন প্রশ্নের জাববে সিইসি বলেন, না হলে নির্বাচন হবে না। পুরো দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে, আবার হবে। ওই সেন্টারে বন্ধ হয়ে যাবে, আবার করবেন। উই হ্যাভ টু বি ক্যারিজিয়াজ, উই হ্যাভ টু ডু দ্যাট।

এর আগে সিইসি তার বক্তব্যে বলেন, ভোটকেন্দ্রে সিইসি হচ্ছেন প্রিসাইডিং অফিসার। তাকে বলা হয়েছে যে নির্বাচনে অনিয়ম হলে তা প্রতিহত করার উদ্যোগ নেবে। না পারলে বাইরে গিয়ে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবে। তারপরও তা প্রতিহত করতে না পারলে সেখান থেকে চলে যাবে। ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। পরে সেখানে আবার ভোট হবে।

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত কর্মশালায় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।