সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ উপজেলা চেয়ারম্যানের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান ও মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থী আব্দুল হাই আকন্দ নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা জানান, বিকেল সোয়া ৩টার দিকে আব্দুল হাই আকন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি জানান ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে তিনিই একমাত্র মনোনয়নপত্র সংগ্রহকারী।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানও মনোনয়নপত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কে এম লুৎফর রহমান জানান, আজ থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনই একটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। সেটি সংগ্রহ করেছেন আব্দুল হাই আকন্দ।
এ কে এম লুৎফর রহমান বলেন, ‘আমার জানা মতে এবারের নির্বাচনে এটিই সারা দেশের প্রথম মনোনয়নপত্র বিতরণ।’
মনোনয়নপত্র সংগ্রহকারী মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন, ‘জনগণের ইচ্ছায় এবারের নির্বাচনে অংশ গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যেই মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনই মনোনয়ন সংগ্রহ করেছি। যতদূর জানি আমিই সারা দেশে প্রথম মনোনয়নপত্র সংগ্রহকারী।’