জয়পুরহাটের দুটি আসনে নৌকার মাঝি হতে চান ১৭ জন

Looks like you've blocked notifications!
জয়পুরহাট-১ আসনে নৌকার মাঝি হতে চান যারা। ছবি : এনটিভি

জয়পুরহাট জেলার দুটি আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান ১৭ জন। তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমাও দিয়েছেন।

এর মধ্যে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা) আসনে রয়েছেন ১৪ জন এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা) আসনে তিনজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনের প্রার্থী হিসেবে আওয়ামী লীগদলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান (রকেট), কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান (মোস্তাক), জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য মাহফুজা মণ্ডল রিনা, সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌফিদুল ইসলাম বুলবুল ও সাবেক ছাত্রলীগনেতা শফিকুল আলম চৌধুরী।

জয়পুরহাট-২ আসনে নৌকার মাঝি হতে চান যারা। ছবি : এনটিভি

অপর দিকে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন তিনজন হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের বর্তমান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য তাজমহল হীরক।

এদের মধ্যে কে কে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হন এখন সেটাই দেখার বিষয়।