মনোনয়ন পেয়ে যা বললেন হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম
ঢাকা-৭ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দলটি। সেখানে তার নাম ঘোষণার পর কৃতজ্ঞতা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোলায়মান সেলিম বলেন, ঢাকা-৭ আসনের মানুষ এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে সবার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সোলায়মান সেলিম বলেন, আমার থেকে অভিজ্ঞ অনেক রাজনীতিবিদ এ আসন থেকে নমিনেশন চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। কারণ, আমার বাবা দলের প্রতি সব সময় অনুগত ছিলেন। এ ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা স্মার্ট বাংলাদেশকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চাই।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়ন-প্রত্যাশী ছিলেন। কেবল হাজি সেলিমের পরিবার থেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনজন। হাজি সেলিম ছাড়াও তার দুই ছেলে সোলায়মান সেলিম ও ইরফান সেলিম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।