অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

Looks like you've blocked notifications!
আজ বুধবার দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। ছবি : এনটিভি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বলেছেন, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

আজ বুধবার (২৯ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইইউ রাষ্ট্রদূত।

চার্লস হোয়াটলি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও তার টিমের সঙ্গে আজকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উন্মুক্ত ও ব্যাপক আলোচনা হয়েছে।

এ সময় চার্লস হোয়াটলি কোনো প্রশ্ন নিতে চান না বলেও জানান। তারপর নিজের কথা শেষ করে কোনো প্রশ্ন নেওয়া ছাড়াই তিনি চলে যান।

এর আগে বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে হোয়াটলির সঙ্গে সাত দেশের রাষ্ট্রদূত, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।