রওশন ও তাঁর ছেলে ছাড়া অন্যরা দলের কেউ নন : চুন্নু

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করছেন মুজিবুল হক চুন্নু। ছবি : এনটিভি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা বিএনপিসহ সব দলকে নিয়ে একটি ভালো নির্বাচন চাই। বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব মনোনয়নপত্র দাখিলের সময় বৃদ্ধি করার জন্য। তবে বিএনপি নির্বাচনে এলেও আমি বিপুল ভোটে জয়লাভ করব।’

আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘রওশন এরশাদ ও তাঁর ছেলে ছাড়া তাঁর সঙ্গে থাকা অন্য কারো কোনো দলীয় সাংগঠনিক পদ নেই এবং তাদের দলে কোনো প্রয়োজন নেই।’

মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। করিমগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ কুমার বসু তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।

মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে পাঁচবারের নির্বাচিত সদস্য ও সাবেক মন্ত্রী।

মুজিবুল হক চুন্নু মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দিলু ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।