আপিলের প্রথম দিনে ইসিতে শিল্পী ডলি সায়ন্তনী

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অবস্থিত অস্থায়ী ক্যাম্পের ২ নং বুথে ডলি সায়ন্তনী আপিল করেন। ছবি : এনটিভি

পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ও সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিলের প্রথম দিনে নির্বাচন কমিশনে এসেছিলেন তিনি।

নানা কারণে বাদ পড়া মনোনয়নপ্রত্যাশীরা আজ সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আসেন। তারা আসন অনুযায়ী নির্ধারিত বুথে মনোনয়ন পেতে আপিল করেন।

ডলি সায়ন্তনী এনটিভি অনলাইনকে বলেন, আমি ইসিতে গেছিলাম। আমার জানার কিছু ঘাটতি থাকায় আজ আপিল করিনি। আমার আইনজীবীর মাধ্যমে আমি আপিল করব।

এর আগে, গতকাল সোমবার (৪ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তি সংক্রান্ত নোটিশ জারি করে নির্বাচন কমিশন।

ইসি জানায়, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যেই আপিল করতে হবে। অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে আপিল দায়ের করতে পারবেন। সঙ্গে আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ছয় সেট জমা দিতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।