শুধু নিজের ভোটটা নিজেকে দিতে চান তিনি

Looks like you've blocked notifications!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেতে নির্বচন কমিশনে এসেছিলেন মানিকগঞ্জের আবদুল আলী ব্যাপারী। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আবদুল আলী ব্যাপারী। গত রোববার দুপুরে যাচাইবাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে নিজের প্রার্থিতা ফেরত পেতে আপিল আবেদনের জন্য নির্বাচন ভবন চত্বরে এসেছেন তিনি।

আপিল আবেদনের বিষয়ে জানতে চাইলে আবদুল আলী গণমাধ্যমকে বলেন, ‘আপিল আবেদন জমা দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু, আইনজীবীর একটু ভুলের কারণে আজকে জমা দিতে পারলাম না। এটা ঠিক করে পরে জমা দেব।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আবদুল আলী বলেন, ‘আমি শুধু নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি। আমি শুধু নিজের ভোটটা দিতে চাই। কারণ অন্যরা আমাকে ভোট দেবে কি না, তা তো আমি জানি না।’

প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে আবদুল আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেখান থেকে রিটার্নিং অফিসার ১০ জন ভোটারকে ফোন করেছিলেন। ১০ জনের দুজন বলেছেন স্বাক্ষর করেছেন, আর আটজন বলেছেন স্বাক্ষর করেননি।’

স্বাক্ষর না করার বিষয়টি জানেন না উল্লেখ করে আবদুল আলী বলেন, ‘পোলাপান স্বাক্ষরের তালিকা এনে দিয়েছে। আমার একার পক্ষে তো এত স্বাক্ষর নেওয়া সম্ভব না, যাচাই করাও সম্ভব না।’