নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই : ইসি আলমগীর

Looks like you've blocked notifications!
জামালপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ইসি মো. আলমগীর। ছবি : এনটিভি

জামালপুরে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি, তাদের চাপ দেওয়ার কোনো অধিকারও নেই।’

আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এ কথা বলেন। এর আগে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘বিদেশিরা জানতে চায় সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের জন্য আমরা কী কী ব্যবস্থা নিয়েছি। আমাদের কার্যক্রমের মাধ্যমে তারা বুঝতে চায় আমরা একটি ভালো নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নিয়েছি কি না। নির্বাচন যথা সময়েই হবে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।’

বিএনপির নির্বাচনে না আসা প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেই বিষয়ে কারো কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। যারা নির্বাচনের বিপক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বা হিংসাত্মক কার্যক্রম করছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থ নেবে। সুষ্ঠু ও সুন্দর ভোট হলে এবং যদি ভোটার সংখ্যা বেশি হয় তাহলে সেটা অবশ্যই দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে।

এ নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ সম্পর্কে বলেন, বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি তাদের জন্য নির্বাচনি আচরণ বিধিমালা প্রযোজ্য নয়। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে এসেছে তাদের জন্য আচরণ বিধিমালা প্রযোজ্য। বিএনপি আমাদের কাছে কর্মসূচি পালনের জন্য অনুমতি চায়নি, অনুমতি চাইবে পুলিশের কাছে, আমাদের কাছে না।’

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াতুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।