নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

ক্ষমা চাইলেন চিত্রনায়িকা মাহি

Looks like you've blocked notifications!

আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইনজীবীকে সাথে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাইদের এজলাসে হাজির হয়ে এই আবেদন জানান মাহি।

নির্বাচনি পরিবেশ সুষ্ঠু দাবি করে পরে সাংবাদিকদের মাহিয়া মাহি শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন, আদালত কঠোরভাবে তাকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে নির্দেশ দিয়েছেন। আদালতকে ঘটনার ব্যাখ্যা দিয়ে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

এর আগে শুক্রবার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাইদ স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে মাহিয়া মাহি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার চালানোয় নির্বাচনি অনুসন্ধান কমিটি মাহিকে রোববার সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।