দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। তাদের ওয়েবসাইট থেকে নেওয়া ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ইতিমধ্যেই ইসি জানিয়েছে, ইতোমধ্যে সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা প্রতীক। চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমদু পেয়েছেন নৌকা প্রতীক। মাগুরা-১ আসনে সাকিব আল হাসান পেয়েছেন নৌকা প্রতীক। এ ছাড়া রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি  পেয়েছেন ট্রাক প্রতীক।