আ.লীগের সঙ্গে নেই তৃণমূল বিএনপি : শমসের মুবিন

Looks like you've blocked notifications!
সিলেটের আম্বরখানায় একটি হোটেলে সংবাদ সংম্মেলনে কথা বলছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সঙ্গে নেই তৃণমূল বিএনপি। অন্যের মুকুট পরে সংসদ সদস্য হতে চান না দলটির নেতারা। নিজেদের প্রতীক নিয়েই এগোতে চান তাঁরা—এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

আজ সোমবার (১৮ নভেম্বর) সিলেটের আম্বরখানায় একটি অভিজাত হোটেলে নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে সংবাদ সংম্মেলনে এসব কথা বলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন। 

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে বলেও জানান তৃণমূল বিএনপির চেয়ারপারসন।

শমসের মুবিন চৌধুরী তৃণমূল বিএনপির চারটি প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নির্বাচনে নির্দলীয় প্রতিনিধি ও সংসদ সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হবে।

পরে বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে দলীয় প্রতীক গ্রহণ করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।