ঈগল প্রতীকে প্রচারণায় বহিষ্কৃত বিএনপিনেতা শওকত মাহমুদ

Looks like you've blocked notifications!

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপিনেতা শওকত মাহমুদ ঈগল প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন তিনি। এরপর তিনি আজ সকাল থেকে আবারও চষে বেড়াচ্ছেন তার নির্বাচনি এলাকা।   

শওকত মাহমুদ বুধবার দুপুর পর্যন্ত বুড়িচং উপজেলার কংশনগর বাজার থেকে শুরু করে মালাপাড়া, আসাদনগর, রামনঘর, অলুয়া, জিরুইন, সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া সদর, ধান্যদুল, বড়ধুশিয়া ও চান্দলা বাজারে গণসংযোগ ও একাধিক পথসভা করেন। এ সময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ ছাড়া তিনি মালাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন।

শওকত মাহমুদ বলেন, ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ আজ অবহেলিত। গত ১৫ বছরে দুই উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্যাস সংযোগ করব। ভরসার বাজার থেকে মাধবপুর ও নিমসার থেকে কংশনগর পর্যন্ত সড়কের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করব।’