নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না : সিইসি

Looks like you've blocked notifications!
আজ বুধবার সকালে রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয়টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি : এনটিভি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। তবে প্রার্থীদের সাথে নিয়ে নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউসে জেলার ছয়টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। তবে নির্বাচন কমিশনের বিশ্বাস আছে, ভোটাররা আসবে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠক দুই ঘণ্টা ধরে চলে। সভায় জেলার ছয়টি আসনের প্রার্থীরা ছাড়াও নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, সচিব জাহাংগীর আলমসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রার্থীরা নিজেদের আসনের বিভিন্ন সমস্যার কথা প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। প্রধান নির্বাচন কমিশনার এসব সমস্যা দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। একই সাথে তিনি নির্বাচনি আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থীকে আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার পরে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।