গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখালে আইনগত ব্যবস্থা : রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখালে, ক্ষতি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী পাবনার পাঁচটি আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোট নিয়ে মানুষের অনীহা দূর করে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের। ভোটারদের আস্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ হুমকি দিলে, বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাশেদা সুলতানা বলেন, ‘গণমাধ্যমের কাউকে যদি কেউ ভয়ভীতি দেখায়, সামগ্রী কেড়ে নেয় বা ক্ষতি করে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশন চাই এবারের নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমুলক নির্বাচন হবে। সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। প্রার্থীদের সেই বার্তাই দেওয়া হচ্ছে। যাতে তারা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। ভোট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আমরা কথায় নই, কাজে বিশ্বাসী।’
মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেলোয়ার হোসেন, রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার আনিসুর রহমান, পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন কমিশনার।