পরগাছা দল বিএনপির অস্তিত্ব মুছে ফেলতে হবে : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নির্বাচনি পথসভায় আজ শনিবার বিকেলে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির এক দফা ও ৩২ দফা ২৮ তারিখের পর পার হয়ে গেছে। তারা এখন পরগাছা দল, বিএনপির অস্তিত্ব এই দেশ থেকে মুছে ফেলতে হবে। ট্রেনে আগুন দিয়ে লাইন কেটে বিএনপি অনেক লোককে হত্যা করেছে-বিএনপি একটি খুনির দল।”

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নির্বাচনি পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, “প্রহসনের নির্বাচন আওয়ামী লীগ কখনো করেনি, ১৫ ফেব্রুয়ারি বিএনপি প্রহসনের নির্বাচন করেছিল। যারা হাসিনাকে হঠাতে চায় তারাই বঙ্গবন্ধুর পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার কোন বিকল্প নেই।”

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই দিনের সফরের শেষ দিনে কবিরহাটের জিরো পয়েন্ট এক পথসভা হয়। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীমের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরামসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।