যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গেই থাকব : মাশরাফী

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন নড়াইল-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি “ এনটিভি

খেলাধুলা আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মিলানোর কোনো সুযোগ আছে। অবশ্যই আমি যত দিন বেঁচে থাকব খেলাধুলার সঙ্গে অবশ্যই থাকব বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ প্রত্যয় ব্যক্ত করেন মাশরাফী।

মাশরাফী বলেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। অনেক প্রতিকুলতা গেছে। করোনার মতো মহামারি গেছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভেতর দিয়ে পাঁচটি বছর গেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভালো হবে। জয়ের ব্যাপারে আশাবাদী বলেও তিনি জানান।

এর আগে মাশরাফী নিজর আসনের কর্মী-সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।