বাহার ও শম্ভুকে তলব, প্রার্থিতা বহাল রাখবে কেন ব্যাখ্যা চায় ইসি

Looks like you've blocked notifications!
কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এবার তলব করল নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলব করার পৃথক চিঠি পাঠিয়েছেন। তারা দুজনই একাদশ জাতীয় সংসদের সদস্য।

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এ জন্য তাদের নির্বাচনি তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।