ভোটারদের ভয় নেই, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাবেন : রাশেদা সুলতানা

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসকের কার্যালয়ের হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো হুমকি-ধমকি কিংবা বাধার মুখে ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে শাস্তির বিধান রয়েছে এবং ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।  

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাশেদা সুলতানা।

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথে-ঘাটে কিংবা ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-এলাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিজাইডিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একই হলরুমে চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও মতবিনিয় করবেন।