তৃণমূল বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, ইউপিডিএফের নাকচ

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির ম্যাপ

খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনি প্রচারণার সময় তৃণমূল বিএনপির প্রার্থী উশৈপ্রু মারমার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার দুধকছড়া এলাকায় আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হওয়া এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করা হচ্ছে। তবে, অভিযোগ নাকচ করে দিয়েছে ইউপিডিএফ।

তৃণমূল বিএনপির প্রার্থীর দাবি, হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ও দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি। এই হামলায় তার পাঁচকর্মী আহত হয়েছে। তবে, আহতদের পরিচয় জানা যায়নি।

অভিযোগে উশ্যেপ্রু মারমা বলেন, ‘পানছড়ির দুধকছড়া এলাকার একটি পাড়ায় উঠান বৈঠকের সময় ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে হামলা করে। তারা আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে জখম করে।’

তবে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘ইউপিডিএফ এবারের সংসদ নির্বাচন বর্জন করেছে। কিন্তু, হামলায় জড়িত নয়। মূলত জনগণই নির্বাচনকে প্রতিরোধ করেছে। এই হামলা তারই নমুনা মাত্র।’

এ বিষয়ে পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, ‘হামলার কথা শুনেছি। তবে, এখনও পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’