ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ফের শোকজ 

Looks like you've blocked notifications!
অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি : তালতলী উপজেলার ওয়েবসাইট থেকে নেওয়া

বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী  অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আবারও কারণ দর্শাতে (শোকজ) বলেছে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি। একইসঙ্গে যে জনসভায় তিনি এই বক্তব্য দিয়েছেন তার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তাও পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছে ওই কমিটি। স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক বলায় তাকে ফের শোকজ করা হয়েছে। 

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা আজ রোববার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, পিরোজপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ শম্ভুকে শোকজ করেছেন। সম্প্রতি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে নির্বাচন কমিশন। 

এক পত্রিকার খবরের উদ্ধৃতি দিয়ে শম্ভুকে দেওয়া কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১ আসনের তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের জনসভায় প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক বলে মন্তব্য করেন। 

আপনার বিরুদ্ধে ওই পত্রিকার প্রতিবেদন থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ (৩)(ক) ধারা এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া যায়। এমতাবস্থায় আপনি নিজে বা প্রতিনিধির মাধ্যমে আপনার লিখিত বক্তব্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট দাখিল করতে নির্দেশ প্রদান করা হলো।