ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্রপ্রার্থী একরামুজ্জামান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/31/bbaria.jpg)
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনের স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান তার নির্বাচনি এলাকায় ইশতেহার ঘোষণা করেছেন। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপরে নাসিরনগর সদরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহার ঘোষণার সময় একরামুজ্জামান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সোনার বাংলাদেশ বিনির্মাণের আত্মপ্রত্যয় ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচনে বিজয়ী হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় নাসিরনগর প্রতিষ্ঠা করব।’
এ সময় সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের অর্থবিষয়ক মো. নাজির মিয়া, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকারসহ তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।