কক্সবাজারে ইব্রাহিমের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশনের কাছে হাতঘড়ি মার্কার নির্বাচনি প্রচারণার অফিসে অগ্নিসংযোগ করা হয়। এতে তার নির্বাচনি অফিসের পাশাপাশি পার্শ্ববর্তী আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
রাতে নির্বাচনি অফিসে আগুন লাগার ঘটনা দেখে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি সার ও কীটনাশকের দোকান এবং নির্বাচনি অফিস পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ছাড়াও নির্বাচনি অফিসের পোস্টার লিফলেটসহ প্রচুর নির্বাচনি সরঞ্জাম পুড়ে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।