দলমত নির্বিশেষে ভোট চেয়ে সাকিবের সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি সাকিব আল হাসান। ছবি : এনটিভি

প্রচার-প্রচারণার শেষ দিন মাত্র এক ঘণ্টার নোটিশে সংবাদ সম্মেলন করলেন সাকিব আল হাসান। 

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৯ টায় মাগুরা জেলা আওয়ামী লীগের জামরুলতলায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সংবাদ সম্মেলনে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল, ফুফাতো ভাই সাবেক জাতীয় ফুটবল দলের  খেলোয়াড় মেহেদী হাসান উজ্জ্বল, বন্ধু মিডিয়া সমন্বয়ক রাশেদুজ্জামান রনি, আশীষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন । 

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, সব ভোটারের কাছে যাওয়ার আন্তরিক ইচ্ছে ছিল। কিন্তু যাদের কাছে যেতে পারিনি তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ভোট দেন। 

প্রচার-প্রচারণায় সহযোগিতার জন্য জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানান সাকিব। এ সময় নতুন প্রজন্মের ভোটারসহ সব বয়সী ভোটাররা দলমত নির্বিশেষে তাঁকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।   

এ সময় সাকিব বিজয়ী হলে মাগুরাবাসীর সুখে-দুঃখে পাশে থাকবেন বলেও জানান।